সরস্বতী দেবী তুমি বিদ্যা বুদ্ধি দানো
দেব কূলে নেই কোন সাম্যবাদী হেন।
যুগে যুগে বদলেছে পরিচয় তোমার
কভু ব্রহ্মা- কণ্যা কভু দয়িতা তাহার।
দেশাচারে লোকাচারে হও তুমি ভিন্না
তুমিই 'মঞ্জুশ্রী' মা কিম্বা জিউস কণ্যা।
যেখানেই সগুণ আছে সেখানেই তুমি
গুণের সাগর রূপে তোমারেই প্রণামী।
শ্বেত শুভ্র বসন পরি শ্বেত হংস বাহিনী
কালিমা থেকে শত দূর, নও কলঙ্কিনী।
জ্ঞানদায়িনী মাতা তুমি বিশ্ব চরাচর
তোমা বিনা সিদ্ধ নহে মর বা অমর।
বাগদেবী রূপে তুমি বেদ অধিষ্ঠাত্রী
যত রূপ জ্ঞান হয় তুমি তার কত্রী।
বসন্ত পঞ্চমী তিথি তুমি জন্ম লও,
শুদ্ধ চিত্তে যে ডাকি তুমি তার হও।
তোমা বীণা ঝংকারে ওঠে শব্দগীত
শব্দব্রহ্ম গুণ মাগো তোমাতেই স্থিত।
হংস যেমন পান করে জল হতে দুগ্ধ
হংসারূঢ়ি হয়ে তুমি জগতে পরিশুদ্ধ।
প্রাচীনা হয়েও তুমি হও যে আধুনিকা,
একাধারে বেদমাতা একাধারে প্রেমিকা।
শ্রীপঞ্চমীতে প্রেমের অভিষেক বাংলায়
পলাশ শিমূল রঙে কিশোর হৃদ উথলায়।
থরথর, প্রথম তাদের কিশোরীর পরশ
ডানা মেলে শত মুখী স্বপ্নের আবেশ।
দেবী তুমি দাও কিছু নিভৃত অবকাশ
ক্ষনিক স্বাধীনতা,প্রথম প্রেমের প্রকাশ।।
চোখে লাগা ভালোবাসা দুরু দুরু বুক
একটুকু ছোঁওয়া পাওয়া হৃদয় উন্মুখ।
কে কারে জিতে নেবে প্রতিযোগী সব
কত কিছু অছিলা নানা প্ল্যান প্রস্তাব।
এসময় মিলে যায় কত 'বঢ়াই' সাথ
কানে কানে মন্ত্রণা করাতে মোলাকাত।
কারও কপালে হয় ভালোবাসা পদ্যে
বাকীদের জীবন লেখা সাদামাটা গদ্যে।।
============================