ফিরে এসো কল্লোলিনী কোলকাতা দুলে দুলে/
'কোমলগান্ধারে', 'ছায়ানটে' সুর
তুলে /
তোমার বিস্মৃত রূপ-যৌবনে,
লালিত আমাদের স্বপ্নে ঘ্রানে।
তোমার ক্ষয়িত,পাংশুটে রূপের ঘোরে
মাঝে মাঝে আজও খেলা করে
অতলস্পর্শী মায়া মমতা
আমাদের প্রিয় কোলকাতা।
এখনও যখন গাঙের ধারে,ভিক্টোরিয়ার
ঘাসে ঘাস/
ধ্বনিত হয় হৃত রূপ গৌরবে গরবীনির
নিশ্বাস/
চকিত হয়ে বা চমকিত হই,বুঝিতে পারি,এ তোমারই হতাশ্বাস /
তবুও হৃদয় দিয়ে করিতে পারিনা বিশ্বাস /
কোলকাতা, তুমি তো মৃত নও,নও অতীত দিনের মমি/
তোমারই মাঝে হয় মর্মরিত
চিরকালের তুমি /
কোলকাতা তুমি প্রাচীন হয়েও
বর্তমানের নবীন /
মানবের কলকাকলিতে
উচ্ছ্বসিত জমিন/
কোথা পাও এত প্রাণশক্তি, হ'তে
মুখরিত, হ'তে স্পন্দিত? /
আজও তাই বিশ্ব বাসীর কাছে
তুমি চির বিস্মিত, চির নন্দিত।।
==================