প্রাণ
=======
নিরো/16/12/21
============
বাজে অন্তহীন জীবন বীণ
প্রাণে প্রাণে লেনা দেনা,
যত ক্ষুদ্র, হোক সে দীন
জীবন তরে লড়াকু সেনা।
প্রকৃতি সাথে হয়ে এক লীন
লক্ষ পূরণে বাজী একমনা,
স্বপ্ন সাকারে নয় কভু ক্ষীণ
দূরীকৃত যত দুর্ভাগ্য দোটানা।
মৌমাছি মাতি ফুল সৌরভে
মত্ত প্রাণে ফুলে ফুলে নাচে,
ভরতি ভান্ড মধু গৌরবে
অলসতা ঝেড়ে বাড়ে ও বাঁচে।
ক্ষুদ্র পিপীলিকা প্রাণের গরবে
পাড়ি দীর্ঘ পথ জীবন ধাঁচে,
শৃঙ্খলা বাঁধি বহে জীবন নীরবে
সেঁকে নেয় প্রাণ শ্রমের আঁচে।
বেহিসাবি মানুষ হইয়া বেহুঁশ
জীবন আয়েশে শ্রম বিমুখ,
ঠগ জোচ্চুরী লইয়া ঘুষ
জিতিবার তরে সদা উন্মুখ।
জাগো হে মানব জাগায়ে পৌরুষ
কর্মে দেহ মন হোক জাগরূক,
বিশ্ব -প্রান স্পন্দিত হরষ
তোমা মাঝে জ্বলিয়া উঠুক।
====================