কোলকাতার ফুটপাত
নয় শুধু উৎপাত
জীবনের ধারাপাত
করে রাখে পাড়া মাত।
বিদেশ বিভুঁই ফেরা
হেথা এসে জোটে ওরা
খেটে খায় সারাদিন
কলরব নয় ক্ষীণ।
জীবন যে বহমান
শ্রীরাম বা রহমান
নেই কোন দিক পাত
পেটে চাই শাকভাত।
খান তিন গোটা ইঁট
উনুন বানায়ে ফিট
ফুটপাতে রাঁধছে
ফুটপাতে খাচ্ছে।
বৃষ্টি বাদল দিনে
গাড়ি বারান্দা কোণে
কাড়াকাড়ি পড়ে যায়
মিলতে একটু ঠাঁই।
পুরুষেরা টানে ভ্যান
কেউ বা যোগাড়ে হন
মহিলারা ঠিকে ঝি
কাজের বা অভাব কি?
কোলকাতার ফুটপাত
দেয় যে জীবনে ভাত
দারিদ্র্যের কষাঘাত
মানে নাকো অজুহাত
টাকা কড়ি জুটিয়ে
ধারদেনা মিটিয়ে
গাঁয়ে ঘরে পাঠিয়ে
জীবন রথ ছুটিয়ে।
জীবনকে বাজি রেখে
হাতে মুখে ধুলো মেখে
দুখে সুখে ভালোমন্দে
জীবন কাটে তো ছন্দে।।
============