পরবাসে কেন তুমি রহিলে পড়ে?
শূন্য মোর হিয়া হেথা জাগিছে একা,
নিশিদিন আঁখি ঝুরে,হে প্রাণ-পলাতকা!
ব্যাকুল বাদল মেঘ,মোর মনাকাশ জুড়ে
,বিজন রাতের ঘোর আঁধারে আঁকা,
কত কিছু ছায়া ছবি পলকে দেখা,
ডোবে আর ওঠে মোর স্মৃতির সাগরে।
তোমার অশ্রুত স্বর কানে সুরে বাজে,
মধুর তরঙ্গে ভাসি মন করে উচাটন।
আকাশে বাতাসে বাজে বসন্ত লগন।
কোথা তুমি বিবাগী হ'য়ে মন মাঝে
সৃজিয়াছ সেথা কোন মায়াবী কানন?
নিভৃতে নীরবে প্রেম দীপে অন্তর্দহন,
ক্ষণিকের তরে তৃষাতুর বুকে নাহি বাজে
?
====================