নারী চরিত্র হয় কত বিচিত্র কথন,
করিতে ধাবন তাহা চিন্তন অনুক্ষণ,
কত গদ্য কত পদ্য লিখন চিরন্তন,
তবু না ফোটে তার চরিত্র-চিত্রন।
নারী হোক সে সতী হোক বা অসতী,
তাকে ছাড়া নাই ইহ জগতের গতি,
সতী সাবিত্রী,সীতা,বা নেফারতিতি,
সাম্রাজ্যের গঠন,নয়তো তাহার ইতি।
নারী তো জীবনেরই জিয়নকাঠি,
স্পর্শে সাহচর্যে পুরুষ উঠে ফুটি,
সীতা বিনা শ্রীরাম না হতো উঠি,
মা সারদা ছাড়া শ্রীরামকৃষ্ণ নামটি।
পুরুষ ই দায়ী,করে নারী রহস্যময়,
কৃত্রিম বেড়াজালে বদ্ধ করি নিশ্চয়,
পূরণ করিয়াছে নিজ নিজ স্বার্থেই,
নারী জাগরণ আজ বাস্তবতা তাই।
দমিত দাবী,অপ্রকট,অস্ফুট রোদন,
শত শত নারীর আত্মত্যাগের বর্ণন,
পুরুষ শাসিত সমাজ করেনি নিরূপন,
পরার্থে স্বার্থত্যাগ,জীবন দানের পণ।
এসেছে সময়,উঠছে দাবি বিশ্বময়,
জিনিতে জগৎ,নারী আজ অকুতোভয়,
রইবে না পিছু করতে তার জগৎ জয়,
অবগুণ্ঠনে!থাকিতে না চাহে রহস্যময়।