মৃত্যুহীন জীবন
কোন সে অতীতে এসেছিলে যীশাস
জন্মদিনে তোমায় মেরী ক্রিসমাস।
কাঁটার মুকুট ধারণ করিয়া মাথায়
ত্যাগিলে মৃত্যুহীন জীবন সত্য প্রতিষ্ঠায়
।
বলেছিলে ভালোবাসো প্রতি প্রতিবেশী
ঈশ্বরের রাজ্যে তবে হবে অধিবাসী।
হৃদয় রাজ্য করি উদার উন্মোচন
পাপী তাপীকে করিলে আশ্বাস প্রদান।
উচ্চ নীচ ধনী নির্ধন না করি বিচার
জানালে ভগবানে সবার অধিকার।
সরল জীবন যাপন আর প্রেম দান
শান্তিময় জীবনের প্রথম সোপান।
শর্তহীন ভালোবাসা ঈশ্বরের প্রতি
স্বর্গরাজ্য লাভের একমাত্র গতি।
পাপকে ঘৃণা কর, পাপীকে নয়
শিখালে মানবহৃদয়ে দিতে প্রত্যয়।
অনুতাপই করিতে পারে পাপের বিনাশ
অন্যায় কৃতকর্ম লাঘবে তোমার আশ্বাস
বর্তমান প্রেমহীন মরুজগত উদ্ধারলাগি
তব পুনঃ আবির্ভাব মনে প্রাণে মাগি।।
নীরদবরণ সিনহা
১৭ ই ডিসেম্বর,'২১