আমি দিচ্ছি তুমি দিচ্ছ
এই নিয়ে কত কোলাহল,
আরে বাবা! কোথা পাচ্ছ?
গোড়াটাতেই গন্ডগোল।
জনগণ যে আসল মালিক,
করদাতাদের নেইকো নাম।
আমার ট্যাঁক,তোমার ট্যাঁক,
খালি করেই তাদের সুনাম।
কেন্দ্র-রাজ্য বাকবিতন্ডা,
রাজ্যবাসীর ঘুমকে কাড়ে।
আনুগত্যের প্রতীক ঝান্ডা,
ছাড়লে পরে আসবে তেড়ে।
লাঠির ঘায়ে করবে ঠান্ডা,
জনরোষের তকমা ঝেড়ে।
তারাই খাবে মিঠাই মন্ডা,
তোরই লুটে তোরই মেরে।
যদি পারিস দিতে জলাঞ্জলি
বিবেক, বুদ্ধি, বোধ-সমতা।
তাদের বোলে লাগিয়ে বুলি,
তুই ও পাবি ভোগ ক্ষমতা।
চড়া,সমাজ সেবা-নামাবলী,
পারবি তবেই হ'তে নেতা।
জনের টাকায় জনকে ছলি,
নামী দামী বানার কেতা।।