জাত ও ধর্ম
==========
শ্রী নীরদ/২২/০৬/২০
=================
আজব দুনিয়া ভাই আজব দুনিয়া
সত্য মিথ্যার আজ নেই তো পরোয়া।
ধর্ম সে তো আঁকড়ে সম্প্রদায়,
বিভেদ বীজ বপনে ব্যস্ত রয়।
প্রকৃত ধর্ম যা,তাতো ধারণ করে
মানব জাতিকে বাঁচায় ও বাড়ে।
আজিকে ধর্ম -খড়্গ করে
জাতিকে খন্ড বিখন্ডে মারে।
কোথায় সে ধর্ম গেছে আজি?
ধর্মগুরুর ভেক ধরে সাজি,
বিভেদ করে জাতকে জাগায়
অনাচার জাঁতায় জাতিকে ডোবায়।
ফিরিয়ে আনিতে প্রকৃত ধর্মে
হও আগুয়ান বুঝিয়া মর্মে।
ধরো,জাতের নামে বুজরুকি সব
ধান্দাবাজীর ধান্দা মতলব।
যারা শোষণ শাসনে খাটিয়ে মাথা
বেআবরু করে সনাতন প্রথা।
এসো এসো সবে, হাতে হাত ধরি,
ঠুনকো জাতের আজ বিদায় করি
আজি যেএসেছে সময় ভাই,
সকলে মিলি মানবতার জয় গায়।।