ফতোয়া
=======
শ্রী নীরদ/২৯/১১/২০
=================
ফতোয়া, কি একচেটিয়া ধর্মধ্বজীদের
না কি ফুলে ফলে পল্লবিত
কোনে কোনে সংসারে, সমাজের
নারী হয়ে নারীর ধংসপাত?
নারী সে তো প্রকৃতই
সর্বংসহা, মাতৃ জঠরে
ঘর বাঁধা শুধু নয়,
পলে পলে নিঃশেষে উজাড়ে
তার সার্থকতা কয়।
আজ নারী জাগরন
প্রকৃতিগত গুনের
শুধু কি সদম্ভ আস্ফালন?
নারী হয়ে নারীর অত্যাচার,
নারীর কর্তব্য উল্লঘন,
দিকে দিকে আক্রোশ বধূর
আর শ্বাশুড়ির বিকৃতি মন।
নেমে আসে স্বামীর 'পর
নব বধূর ফতোয়া একদিন
ফোটাও বাবা মাকে, বর্বর,
সংসারে তবে লক্ষ্মী আসীন
হাসিমুখে ভরিবে ভান্ডার।
উপস্থিতি অলক্ষুণে অলক্ষীর
সৃষ্ট বাধা কুৎসিত মলিন!
পোড়া কপাল!চেয়েছিলে এ জাগড়ন?
মিলিতে শান্তির নীড়
প্রেমে ভালোবাসা উজাড়ি দিন
তিলে তিলে তেয়াগ,সন্তান বৃদ্ধির!
পাইবে সায়াহ্নে আশ্রয়?আশা ক্ষীণ,
সংসার মঙ্গল লাগি কেটেছ শিকড়,
জীবন ভোর করিবে পাপের স্খালন।
==========================