করোনা থাবা
=========
নিরো/১৯/০৫/২১
============
প্রতিদিন সকাল সন্ধ্যা প্রকৃতি অমলিন/
পলে পলে পদক্ষেপে এগোয় দিন-ক্ষীণ
শ্রেষ্ঠ সৃষ্টি মানব মাঝে পড়েছে হাহাকার
করোনা থাবা নীরবে হানে হৃদয়ে কার
মৃত্যুর ভয় ত্রাসিছে ধনী দরিদ্র নির্বিচার,
কী করে হায়!রাখি প্রাণটা,প্রধান বিচার
ওষুধ বাজারে বিলীন কোথা অক্সিজেন?
হাঁসফাঁসিয়ে মরে,হাসপাতাল বেড হীন
।
গনচিতা জ্বলে নগরী,চারিদিকে হায়হায়
স্বজনহারা অন্ত-সংস্কার,বড়ো নিরুপায়!
কোথা দেবে হত্যে?ভাবিয়া পাইনা ঠিক।
অসহায় ফ্যালে চোখ,শূন্য দিকবিদিক।
পিছন রাস্তা রুদ্ধ সবই,এগোও হয়ে নিডর,
নিতে হবে জিতে, সমাজ হিতে নির্ভীক
নির্ভর।
==================