তুই যাসনে দিয়ে ডাক ওরে বুলবুল
মাথায় সেপাই ঝুঁটি,
আউলিয়া ওঠে মন হয় যে বেয়াকুল
সবুজ পাতায় লুটি।
মাথার উপর অনন্ত আকাশ
নীল জড়িমায় ফুটি,
মৃদু হিল্লোলে বহিছে বাতাস
পাতা ফুলে লুটোপুটি।
ফিরাইতে নারি চোখের দৃষ্টি
ফিরাইতে নারি কান,
এ অখিল বিশ্ব তাঁহারই সৃষ্টি
তাঁহারই অসীম দান।
ভোরের আলোয় দেয়যে ধরা
কাঁঠাল পাতার নীচে,
দৃশ্য মন কেমন উদাস করা
তোমার ডাকের পিছে।
==================