আজি বিজন রাতের আঁধার বেয়ে
কে তুমি এলে গো বহি কী বারতা?
অনিমেষ আঁখি মেলি রহি চেয়ে,
পড়িতে তোমার মনের মর্মকথা।
নীরব নিশীথে আকাশ প্লাবিয়া
বও নিরন্তর অজানা সংকেতে।
তারায় তারায় চুপিসারে কাঁপিয়া
মহাকাল ব্যাপী ইথার সংগীতে।
চাহি জীবন মরনের সীমানা ছাড়ায়ে,
যেথা চরণ ধ্বনি তব রুনু রুনু বাজে।
কত কথা বলো নিজ ছন্দে সাজায়ে
ধরিতে নারি তাহা মম অন্তর মাঝে।
তব অবগুণ্ঠন খোল,রেখোনা জড়ায়ে,
বরিষ অমৃতবাণী, লাগে জীবন কাজে।
মরি মরি এ আমি কী রাখি লুকায়ে!
জীবনের দৈন্যতা প্রকাশিতে লাজে।
বুঝেছি তোমার আজিকার চাওয়া,
নিজেরে সমর্পণ হইয়া নির্মোহ।
বিবেক বাণীর নির্দেশে বওয়া
ছিন্ন করিয়া সব জাগতিক গেহ।
হে অপরিচিতা!তোমার দানে ছোঁয়া
আমার এ জীবন, যৌবন, দেহ।
সমর্পিণু সব, আমার চাওয়া পাওয়া
তোমারই চরণপ্রান্তে, লহো গো লহো।