'ভীরু বাঙালি'র কলঙ্ক নিবারিয়া
অমর একুশে জ্বালায়ে দিয়ে দিয়া
আলোকিত বিশ্ব শুধিতে তার ঋন,
মাতৃভাষা ঝংকৃত দিকে দিকে বীণ।
বীভৎস রক্তে নেয়ে বাঙালি বীর
উঠায়েছে দিকে দিকে উন্নত শির।
শোনিতের প্রবাহে জাগিয়াছে বোধ
না মানিবে বিদেশি ভাষা অবরোধ।

মাতৃভাষা মিষ্ট অতি যাহা উচ্চারিতে
মুকুতার ছড়াছড়ি আখরে লিপিতে,
'কানেরও ভিতর দিয়া'মরমের তৃপ্তি
মধুময় মধুক্ষরায়  তব শব্দ গীতি,
সুদৃশ্য বর্ণমালার কোমল অঙ্কন
বাঙালির নাড়ির অচ্ছেদ্য বন্ধন।
সরস বাংলা ভাষা তুমি প্রাণের গভীরে
হাতেক্ষরির আঁকা বাঁকা প্রথম অক্ষরে।

না ভুলি 'জল পড়ে পাতা নড়ে' আস্বাদন
'পাখিসব করে রব'এর সুমিষ্ট ঐকতান।
তোমার প্রদীপে মাগো রবীন্দ্র নজরুল
আলোক বর্তিকা বহি কিরণে উজল,
কৃত্তিবাসী রামায়ণ রস করিয়া শ্রবণ
  বুনন বাঙালিয়ানার সম্পদ মনন।
কে বা পারে উপেক্ষিতে বঙ্কিম শরৎ
নবজাগরণে বাংলা উপন্যাস জগৎ।

অমর একুশের ডাক দোলায় হৃদয়
শহীদের রক্তদান মোরা ভুলি নাই।
বরকত,সালামের,দৃঢ় দৃপ্ত ঘোষণা,
রফিক, জব্বার এর রক্তের দেনা।
ফেব্রুয়ারী একুশের ত্যাগ, তিতিক্ষা,
'মাতৃভাষা অধিকার',চাহি না ভিক্ষা।
হে অমর!হৃদকমলে  হয়ে প্রেরণা
দীপ্তিময় ভাস্বর মনের প্রতি কোণা।

==========================