আকাশের তারা হ'য়ে থেকো না যীশু,
নামো এই ধরনীর 'পরে,
ঢালো প্রেম প্রতি ঘরে ঘরে,
তোমায় আমাদের প্রয়োজন অতি আশু।

মানবপ্রেমপ্রতীক,একদিনই কেন আসো
তোমার ত্যাগ তিতিক্ষা মন্ত্রে,
জ্বালাও প্রকৃত প্রেম হৃদতন্ত্রে,
রিপু রিরংসা মায়া দানবে এবে নাশো।

শুধু একটি দিনের তরে উৎসবে মেতে,
চুমকি আলোয় কেকের সজ্জায়,
গীর্জার ভিড়ে মানুষ তো উপচায়,
হৃদয় কি উথলায় ভালোবাসায় তেতে?

চারিদিকে অন্যায় ও অত্যাচারের মাঝে,
বাজে হিংসা লোভ লালসা ধ্বনি,
উদ্ধত যেন ক্রুর কাকোদর ফণী,
বিমূঢ়,বিহ্বল,বিবশী তোমাকেই  খোঁজে।

পাঠাতে পারো না প্রতি প্রত্যেক ঘরে
একটি করে সরল মতি শিশু?
প্রেম দানি হবে নব নব যীশু,
হোক প্রার্থনা,আগত বড়দিন-রাত্রিরে।

তাদের পরাণ পরশে ধরনী হবে ধন্যা,
হৃদয়ে ঝরিবে করুণা ঝর্ণা,
দ্রবীভূত ক্রোধ হিংসা ঘৃণা,
মাতিবে মেদিনী বাহিয়া প্রেমের বন্যা।