আছিল সাধ,ছিল স্বপ্ন-উড়ান আকাশে /
স্বর্গে সিঁড়ির মতো আরোহন তোমার /
না-দিলো পুরিতে!কতিপয় পাষাণ পামর।/
ঝরিল কোমল কলি,কলি-হুতাশন শ্বাসে।/
সাথী,কর্মস্থল,চেনা ছন্দ, পরিবেশে,/
ছিন্নভিন্ন দেহ,নারী লোলুপ ভোমরার-/
দংশনে ক্ষতবিক্ষত, গোপন পঞ্জর।
স্নেহময়ী,জীবনদায়িনী!কাড়িল
প্রাণ ক্লান্তি-অবকাশে।
নগর, শহর উদ্বেলিত,লক্ষ কন্ঠে
ধ্বণিত প্রতিবাদ,/
'অভয়া'!নারীশক্তি জাগরণ সাগর পৃথ্বীর,/
নির্মুলিতে মানুষরূপী,শহর -সংকুল শ্বাপদ। /
কী দোষ তোমার? লোষ্ট্রাঘাত
ভ্রমরচাকে? নিবিড়,। /
স্বজনপোষন,কাটা লাশ ব্যবসা,
বিকৃত ওষুধ।/
তুমি হারিলেও,প্রতিবাদে সোচ্চার অগুনিত শির।/
===============