বৈশাখ২৫ শেষ
=============
নিরো/০৯/০৫/২১
==============
হাত বাড়ালেই পাই যে তোমার উজল উপস্থিতি,
ঘনঘটাময় মন বিবশতায় রূপ ও রসের গন্ধে,
হাঁসাও কাঁদাও কবিতা গানের দোলন ছন্দে,
কাব্য গদ্য উপন্যাসের শাশ্বত, হে রসঘন মুর্তি,
তব আগুনের পরশমণি ছোঁয়ায় ঘুরে দাঁড়ানো শক্তি।
জীবনভোর,হে তাপস!বহিয়া  আপন স্কন্ধে,
রূদ্ধ দ্বার খোল অভাগার জটিল জীবন
দ্বন্দ্বে,
কল্পনার জাগরণে জাগাও আশা মোদের ব্রতী।

শয়নে স্বপনে ঘুমঘোরে, হে বিশ্বকবি! রবি,
বাঙালি মননে মজ্জায় প্রোথিত গভীর গহীনে,
বিশ্বজগত প্রতিভাত, হে দ্রষ্টা তোমার দর্শনে,
জীবনভোর দুঃখ- সুখ, পথ-পরিক্রমন ছবি,
উন্মোচিত, উজ্জীবিত, তব প্রগাঢ় প্রজ্ঞায়
নবী।
নেহালে মরূদ্যান,মরীচিকাময় মানব ভূমি কর্ষণে,
কাব্য বারিধারার নবপ্রাণ সঞ্চারী স্নিগ্ধ  বর্ষণে,
শান্ত মোদের শ্রান্ত মনন তোমাতে আশ্রয় লভি।