লাশকাটা ঘরে, আধশোয়া পড়ে
মেঘের মত চুল তার উড়ে
দরজা খুলে চাঁদ ঢুকে পড়ে
জানলা কাছে মেঘ বসে থাকে
লাশকাটা ঘরের,দিন থাকে পড়ে
মরা মাছের মত চোখ তুলে,
প্রেত-পরীদের চিঠি গেছে তাই জমে।।
পৃথিবীর ইতিহাস গেছে রূপকথার মত চুরি,
জলজ সৌন্দর্যে,আগ্রহ পায় না আর কবি।
শ্যাওলা ধরা সময়ের বাস্তবতায়
ভালবাসা উত্তরাধিকার সূত্রে পাওয়া-
এক অবাঞ্ছিত অংশ,
বদলে যাওয়া পৃথিবীতে নিরাপদ আশ্রয়
এখন এখন শুধুই লাশকাটা ঘর।।
ভালবাসা এখানে ভালোই আছে
হুতুম প্যাঁচার সংসারে,
মেঘের কাছে ঋণী হয়ে,
যখন পঞ্চমীর চাঁদ গিয়েছে ডুবে,নক্ষত্রের সাথে
সেদিন থেকে পাহারা দিয়ে যায় ভালবাসাটাকে
আমি আর সে,অরব অন্ধকারে,এই লাশকাটা ঘরে
যতদিন না যায়,জলের সিঁড়ি ধরে অপারে।।