তুমি আসবে বলে
পাঁখ পাখালীর কলতান স্তব্ধ
তুমি আসবে বলে
ফুল কলিদের হাসি খেলা বন্ধ
তুমি আসবে বলে
ঢাকার গাড়ী গুলো সৃষ্টি করলো মহা জ্যাম
তুমি আসবে বলে
কাঠফাটা রোদ্দুরে পায়ে পড়ছে মাথার ঘাম
তুমি আসবে বলে
শ্রাবণেও ঘামছি আমি অবিরাম
তুমি আসবে বলে
সান্ত্রী সেনাদের বললাম এবার থাম
তুমি আসবে বলে
দোকানীরা আজ নিয়েছে অবসর
তুমি আসবে বলে
কবিকুলের কলম যেনো নীরব নিথর
তুমি আসবে বলে
সমস্ত রেস্টুরেন্ট ভুলে গেছে রান্না
তুমি আসবে বলে
ঘুষখোর বাটপার ধরে না যে বায়না
তুমি আসবে বলে
রবীন্দ্র সরোবর করে নাকো খেলা
তুমি আসবে বলে
সিনেপ্লেক্সে নেই কেউ, সব ফাঁকা
তুমি আসবে বলে
নিওন বাতিগুলো দিবে না কোনো আলো
তুমি আসবে বলে
অমানিশায়ও কেটে যাবে ঘোর কালো
তুমি আসবে বলে
দিকে দিকে চলছে শান্ত নিরবতা
তুমি আসবে বলে
তোমার রূপে আলোকিত,চমকিত,পুলকিত
রাজাধিরাজ বসে আছেন আসন পেতে
শুধু তুমি আসবে বলে।