বৃষ্টি তুমি আর ঝরো না,
হৃদয় আমার আর সহে না।
এখন কি আর পারি?
ইচ্ছে হলেই তোমার সাথে খেলি।
মন আমার চায় সে যে,
তোমার সাথে ভিজে ভিজে,
করি খেলা তা থৈ তা থৈ,
বারণ করার মানুষ আর কৈ?
তবুও কেনো পারি না,
বুড়ো হাড়ে বৃষ্টি র পানি,
লাগলে পড়ে , ডাক্তার বাড়ি,
যেতে হবে তাড়াতাড়ি।
জানালা দিয়ে দেখি কেবল
কেমন করে ঝড়ো ঝর ঝর।
সেদিন পানে চলে যায় এ মন
বাপ মা ঘরে ঘুমিয়ে আছে
অমনি তুমি আসলে ধেয়ে
ঘরে কি আর থাকা যায়
ভাই বোন এ মিলে
চুপটি করে গেলাম নেমে
কি আনন্দ ! কি আনন্দ!
কাগজের নৌকা গড়ে
দিলাম ছেড়ে তোমার পানে
ভেসে ভেসে ভিড়লো কোথা
তার খবর রাখে কে বা ?
মাঠের জলে করি গড়াগড়ি,
দিলাম যেন মহাসাগর পাড়ি।
হেসে খেলে লুটোপুটি,
পাড়ার সব ছেলে মেয়ে জুটি।
বৃষ্টি তুমি এতো ভালো,
সারা শরীরেতে আনন্দ ঢালো।
আনন্দেতে বেলা গেলো,
তোমার যাবার সময় হলো।
বাসায় যে ফিরতে হবে,
এখন মোদের উপায় কি তবে?
বাপ মা নিশ্চয়ই জেগে উঠে
খুঁজে খুঁজে আছেন ফুঁসে।
ভাই বোনেতে গলাগলি,
চুপিসারে বাসায় ঢুকি,
দুরু দুরু কাঁপছে যে বুক,
পিঠে কি আজ পরবে চাবুক?
ঘরে ঢুকতেই ,বাপ মা মোদের
বলছেন ,হায় !আমার বাছারা
শিগগির কাপড় বদল করো,
জ্বরে আবার নাহি পড়ো।
ঘুম ঘুম ভাব, নির্ঘুম রাত।
রূমঝূম বৃষ্টি,অপরূপ সৃষ্টি।
বৃষ্টি তুমি আর ঝরো না,
হৃদয় আমার আর সহে না।
এখন কি আর পারি?
ইচ্ছে হলেই তোমার সাথে খেলি।