কথা ছিল হাতে হাত রেখে
হেঁটে যাব দিগন্তজোড়া মাঠ,
ভরা পূর্ণিমাতে
তোমার কাঁধে মাথা রেখে
মেটাবো মনের সাধ।
খেয়াতরী বেয়ে পাড়ি দেব অজানায়
বাঁধব ঘর দুজনায়,হৃদয় ছোঁয়া ভালবাসায়।
এর মাঝে কত চন্দ্রভুখ অমাবস্যা এসে চলে গেছে
ভরা পূর্ণিমা শেষে,
আজও ভিড়েনি সেই খেয়াতরী
আমার মননদীর কিনারে।
হয়নি বাঁধা আজও সেই ঘর
একটুখানি ভালবাসার।
তবু মন প্রতীক্ষাতে.....
আবার যদি কখনও দেখা হয় কোন পূর্ণিমা তিথিতে!
তানিয়া তাসনীম