তুমি আমার রাগবতী!
তোমার শত অসত্য, ভুল অভিযোগ মেনে নেই চোখ বন্ধ করে,
অপরাধের পাহাড় গড়েছি তোমাকে ভালবেসে,
তোমার অভিযোগ মহাশূন্য সম ভালবাসা আমার মরিচীকায় জরাজির্ণ
বিশ্বাস করো!
তুমি একটু হাসলে কলিজা আমার ঠাণ্ডা হয়ে যায়।
এই আমি তোমাকে দেখলে জান্নাত অনুভব করি।
এই তুমি আমার পুরো অস্তিত্ব জুড়ে, পুরো আমার ভিতরে।
তোমার চোখের পানিতে অসংখ্য ছিদ্র হয় আমার হৃৎপিণ্ডে।
আমি জানি!
তোমার কথার বুলেট শেষে ব্যাথা অনুভব হয় খুব।
আমার জন্য ভালবাসা তোমার মায়ায় আবৃত।
অপেক্ষার একটা শহর তুমি লালন করো।
তোমার চুল থেকে পায়ের তালু পুড়োতেই আমি।