তোমাকে অনুভব করাটা যেন হিমালয়ের শীর্ষে এক টুকরো বরফ ধরা।
তোমার মনটাকে মনে হয় নদীর আঁকাবাঁকা বয়ে চলা।
আমার কাজ কেবল স্রোতের বিপরীতে এগিয়ে যাওয়ার বৃথা অংক কষা।
মিথ্যে এক ইশারায় অন্তঃহীন মরীচিকার সম্ভাবনায় হাবুডুবু খাওয়া।
অযৌক্তিক ছিল নিজেকে পড়তে দিয়েও গুটিয়ে নেওয়া।
অসহ্য ছিল অন্য গ্রহে আমাকে ছুড়ে ফেলতে চাওয়া।
নিষ্ঠুরতা হলো স্বার্থপরতার আরও একটা চাদর নিজেই জড়িয়ে নেওয়া।
সত্যি হলো একটি লাল গোলাপের নকশা তোমাকে দেখানোর বৃথা চেষ্টা।