তোমাকে পাওয়ার স্বপ্নটার কবর দিয়েছি অনেক আগেই।
অনেক আগেই ভুলে গিয়েছি তোমাকে চিরতরে।
অনেক আগেই হত্যা করেছি ভালবাসা নামের শব্দটাকে।
তোমার অস্তিত্ব রাখিনি হৃদয়ের কোন কোণে।
তবুও কেন আমার স্বপ্নে তোমার উগ্র হানা?
কেন স্বপ্নকে মিথ্যে স্বপ্ন দেখানো?
স্বপ্নটাকেই কেন সত্য বলে মিথ্যে বলা?
তবে কেন হৃদপিণ্ডটাকে ছিড়ে ফেলার মত যন্ত্রণা দেয়া।
স্বপ্নটা সত্যি হওয়ার অসহায় আফসোস;
তোমার আবারো নির্বিকার হারিয়ে যাওয়া;
হৃৎপিণ্ডের বাধাহীন রক্ত ঝড়া;
শূন্যতার সীমানা যেন চোখের দৃষ্টি থেকেও সুদূর।