শেষ বিকেলের পশ্চিম আকাশটাকে দেখ,
সূর্য চলে যাচ্ছে;
সুর্যের অজান্তেই মেঘগুলোকে রাঙ্গিয়ে দিল
যেভাবে তুমি আমার জীবনের দুঃখগুলোকে রাঙ্গিয়েছ
কেন এত ভাললাগে ঐ নীলকে?
কেন হৃদয়ে এসে কোমল ভাবে স্পর্শ করে ঐ নীল?
তুমিও গভীর আবেগে ঐ নীলকে দেখ বলে?
এই পৃথিবীতে আমার আরও বাঁচতে ইচ্ছে করে কেন জানো ?
তুমি আছ বলে!
আমার দুঃখগুলোকে ঢেকে রাখি কেন জানো?
তোমার কান্নার ভয়ে!
আমি তোমাকে ভালবাসি কেন জানো?
তুমি হাসবে বলে!
আমি অভিমান করি কেন জানো?
তুমি আমাকে ভালোবাসবে বলে!
আমি কবিতা লিখি কেন জানো?
তুমি আমাকে কবি বলবে বলে!
আমি হাসি কেন জান?
তোমার দুঃখ মুছে দিব বলে!
আমার উড়তে ইচ্ছে করে কেন জানো?
তোমার স্বপ্ন পূরণ করব বলে।