অনামিকা তুমি যদি হতে আমার স্বপ্নচারিনি!
তোমাকে দেখলেই থামে আমার ভিতরের অবাধ্য ঝড়।
আচমকা তোমাকে দেখতেই হয়ে গেল অতর্কিত ভূমিকম্প।
তোমাকে পাওয়ার সহস্র পরিকল্পনা গুড়ো হচ্ছে নিমিষেই।
অনামিকা তুমি ভোরের স্নিগ্ধ সবুজের চেয়েও অপরূপ!
তোমার হাসিতে যেন প্রচণ্ড শীতের হাড় কাঁপানো শীতলতা,
তোমার স্পর্শের দেয়াল আর বৃক্ষকে খুব বেশি হিংসে হচ্ছে,
তুমি যদি আমার হতে মহাশূন্য-সম ভালবাসা তোমার হতো।
অনামিকা তুমি যেন প্রকৃতির ন্যায় রূপবতী।
তোমার তাকিয়ে থাকা আমার হৃৎপিণ্ডে ছুরিকাঘাতের মত আমাকে দুর্বল করে দেয়।
প্রচণ্ড হিংসে হয় তোমার চারপাশের জড়-জীব গুলোকে।
তুমি যদি আমার হতে রঙ্গীন স্বপ্নের সহস্র শহর হতো তোমার।
অনামিকা তুমি মায়াবতী, তুমি রূপবতী, তুমি সৌন্দর্যের একটা নক্ষত্র।
তোমার হাসি যেন সুখের প্রশান্তি ছড়ায় আমার পুরো অস্তিত্বে।
তোমার জন্য গোলাপের ছেড়া নকশাটা এঁকেছি যত্ন নিয়ে।
স্বপ্নচারিনি.... তুমি আমার হৃদয়ের আপন, অনামিকা তুমি আমার মনের অধিকারীনী।