তোমার সামনে যদি আমি মেঘ এনে দেই;
তুমি আমার দিকে হাত বাড়াবেতো?
তোমার হাতে আমার সব সুখগুলো যদি দেই;
তুমি কিছু ভিসুভিয়াসের টুকরো দিবেতো?
তোমাকে যদি তেপান্তরের মাঠ তৈরী করে দেই;
তুমি দৌড়াবেতো?
তোমাকে যদি আমার স্বপ্নগুলো দেই;
তুমি নির্দয়ভাবে ভাঙ্গবেতো?
তোমাকে যদি আমার মনটা দেই;
তুমি খেলবেতো?
তোমাকে যদি হৃদয় উজাড় করা ভালোবাসা দেই;
তুমি আমাকে আঘাত করবেতো?
তোমার সামনে যদি অশ্রু ভরা দু’টি আখি নিয়ে দাড়াই;
তুমি উপহাস করবেতো?
তোমার দিকে যদি জীবনের হাত বাড়াই;
তুমি কষ্ট ছুড়ে মারবেতো?
তোমার জীবনের কষ্টগুলো যদি আমি চাই;
তুমি আমার অশ্রু ঝড়াবেতো?
তোমার জন্য যদি স্বর্গ তৈরী করে দেই;
তুমি পা রাখবেতো?
তোমাকে যদি সুখের নীলাকাশ তৈরী করে দেই;
তুমি তাকাবেতো?
তোমার জন্য যদি ভালোবাসার বৃষ্টি ঝড়াই;
তুমি ভিজবে তো?
তোমার হাতে যদি অন্ধকার এনে দেই;
আমায় নিঃস্ব করবে তো?