কপোল ভিজে গেলো কোন এক অসময়ে
মনের আয়না রমনা বটমূল ভেসে ওঠতে-
ডিসি হিল কিংবা আমার বাংলার লোকালয়
মনের চোখ দিয়ে তাকাই; যে দিকে দেখি কোলাহল আর কোলাহলময় ।

বর্ণিল সাজ আর উচ্ছ্বল প্রাণের তারুণ্য
কেউ নেই আজ ঘরে; বাহিরে কেবল তুমি রুপসী অনন্য-
বাঙালি আজ ভেসেছে রঙের জোয়ারে
আমার কাছে আছে শুধু স্মৃতি; আর ভাবি কি করে মিলি তোমার সনে?

ওগো বঙ্গ জননী; মাথায় তোমার পরশ থেকে আমি অনেক দূরে
এখানে নেই কোন কোলাহল, চোখ থেমে যায় ধুধু মরুভূমির মাঝে—
হয়না প্রাণের সঙ্গে প্রাণের যোগ, অমলিন
প্রাণহীন যেন সবই মরুময়; প্রাণহীন ।

ধর্ম নয়; বর্ণ নয়,মিলেছে আজ বাঙালি প্রাণের টানে
মঙ্গল শোভায়; মেতেছে অসূরকে দূরে ঠেলে দিতে—
গানে গানে আজ মাতোয়ারা, আছে সেথায় প্রাণের স্পন্দন
পান্তা ইলিশ ভরিয়ে দিয়েছে বাঙালির মন ।

গানের সুরে সুরে রচে গীতি; ঐতিহ্য হাজার বছর
খ্রিঃ আর হিজরি বাদ দিলে সন আছে কোন জাতির—
বাঙালি আজ জেগেছে; আপন সত্তায় উন্নত করে শির
আমরা বীরের জাতি, ঐতিহ্য আমাদের অসাম্প্রদায়িক চেতনার ।।