এসো আবার তারুণ্য দীপ্ত কণ্ঠে করি উচ্চারণ
এই মাটি আমার
এই ভূখণ্ড আমাদের চেতনার দামে কেনা
প্রতিটি ইঞ্চির ন্যায্য হিস্যা বুঝিয়ে দিতে হবে আমাদের ।
চাইনা কোন সান্ত্রি কাপুরুষের আস্ফালন—
কান পেতে আজো শুনতে পাই, নুরুলদিনের আত্মচিতকার- জাগো বাহে;
চোখ বুজলেই দেখতে পাই আসাদের রক্তে রঞ্জিত রাজপথ
ভেসে ওঠে চোখের সামনে ত্রিশ লক্ষ শহীদের রক্তে স্নান করা পবিত্র বাংলাদেশ ।
মেঘে মেঘে আজ হয়েছে অনেক বেলা
এসো আবার মিলিত হই তারুণ্যের মোহনায়
ডাকছে তোমায় নুরুলদিন, শোন সম্ভ্রম হারানো মায়ের আত্ম চিৎকার
চেয়ে দেখ, আকাশে আজো দুলছে আসাদের রক্ত মাখা সেই জামা !
হাত ছানিতে বলছে নবপ্রজন্ম— শান্তির নীড় চাই, শান্তির নীড়;
অর্থনৈতিক মুক্তি চাই; অর্থনৈতিক মুক্তি
স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা চাই; স্বাভাবিক মৃত্যুর ।
অগ্রজ বীরপুরুষ আমাদের দিয়েছে ভিটে মাটির স্বাধিনতা
এসো তরুণ, আমরা আজ চিনিয়ে আনিব শান্তির বারতা ।