বহুদিন ধরে ভেবেছি হবো সন্ন্যাসি;
চুকিয়ে দিবো প্রাত্যহিক জীবনের সব লেনদেন
উদাস দুপুরে হারাবো নিজের মাঝে—
সন্ধ্যার অবকাশে খেলিবো আল-আঁধারের খেলা,
মধ্যরাতে মুদিবে যবে জগত বাতি; তখনো আমি হব আমারি ।
প্রভাতে প্রথম রবি দর্শণ করিব আমি;
যখন মন চাহে তখন তাই করিব,
দখিনা সমীরণে বিসর্জন দিবো সকল স্বপ্নরাজি
থাকিবেনা দৃষ্টি পশ্চাতে; আমিতো সন্ন্যাসি ।
ভেবে ভেবে সারা হয় বেলা, আবারও ভাবি
সন্ন্যাসি হবার বাসনা কারণ তো তুমি –
জীবনের লেনদেন চুকিয়ে দিতে চাই তোমায় বিহনে ।
সংসারি হবো নাকি সংসার বিবাগী
আমার চেয়ে বেশি তো জান তুমি—
সত্য জানতে চাও; ভাবনার সিংহ ভাগে থাকে ভাবনা তোমারি
হৃদয় মন্দিরে তুমি তো বাতাসের চেয়ে বেশি দখলদারি ।।