গড়েছ আজ যে বিচ্ছেদের দেয়াল তোমাতে আমাতে
খুঁজেছ তুমি ভালোবাসা দেহের প্রতিদানে
আমার ভালোবাসা আজো বেঁচে আছে মম হৃদয় মন্দিরে
অরণ্যচারী হয়েছি তব দেহে নহে; মোহে ।
খুঁজে বেড়াই কোন এক নৈসর্গ সুন্দরী
স্বর্ণলতার বুকে বাসর সাজাই করিনা দেহ বিনিময় নিরবধি
অথৈ সাগরে ভাসাই ভেলা, হারাইনি কভু তার অন্দরে
নীলিমার মাঝে স্বপ্ন আঁকি, হারাইনা তার মাঝে ।
সুন্দর উপভোগ করি; ভাসিনা গড্ডালিকা প্রবাহে
তোমার ভালোবাসা কমলকে বিচ্ছিন্ন করে দেহ থেকে
নীলিমার বুকে এঁকে দেয় কলঙ্ক রেখা, নেমে আসে কুজ্ঝটিকা
প্রেমিক বর হয় দিশেহারা; ঘনিয়ে আসে তম্রিসা ।
না হতে পেরেছ তুমি আমার
না হতে পেরেছি আমি তোমার
ভেবে দেখ দেহ টেকে কত দিন
বেরিয়ে এসো দেহ থেকে; তবেই ভালোবাসা হবে অম্লান ।।