দিন দিন হয়ে পড়ছি ক্লান্ত প্রাণ এক
কুয়াশার উত্তরীতে ঢেকে যাচ্ছে চারদিক
আলো আর আঁধারে ডেকে আনে সাঝ
নিমিষেই অন্ধকার আত্মা পরিহার করে লাজ ।
শম্বুক মায়ায় আমি প্রবেশ করি ভেতর থেকে আরও ভেতরে
নীলিমার আবরণে হারিয়ে যাই সহসা শুন্যে—
বিদীর্ণ হয় চঞ্চল; সকল কর্মকোলাহল
দিনে দিনে ক্ষয়ে যায় আয়ু; আমি হতবিহ্বল ।
একদা বুনেছিলাম স্বপ্ন রঙিন—
তারা কিছু দেখেছে আলো, আর কিছু মলিন;
খাদের কিনারায় দাঁড়িয়ে আজ করি জীবনের হিসেব-নিকেশ
অপূর্ণতার মাত্রায় আমি যেন হয়ে যাই নিঃশেষ ।
অলসতার দেবীর মোহে কাটিয়েছি সকাল-সাঝ
জীবন সন্ধিক্ষনে দাঁড়িয়ে আজ মাথায় পড়ছে বাজ,
ভাবি এখন শুধু যদি ফিরে পেতাম সেই জীবন-যৌবন
অবহেলায় আর কাটতোনা কোন ক্ষণ; হয়ে অবচেতন ।।