আজি শরত প্রাতে উথলিয়ে উঠেছে মোর দেহ মন
দিগন্ত রেখা ভেদি বাজিছে মধুর কঙ্কন,
নব কিশোরী এলিয়ে দিয়েছে কালো কেশ
ছুটে চলেছে গ্রামের ছোট্ট নদীটির ধারে, হারিয়ে দিশ ।
প্রভাত হতেই চলেছে আকাশে মেঘ ও রোদের খেলা বেশ
কাশ ফুলের শুভ্র ছোঁয়ায় তুমি সেজেছ, মুগ্ধ আমি অশেষ,
ওহে প্রেয়সি আমার বঙ্গ ললনা- মোহনীয় তুমি নেই উপমা
হারাই আমি তোমার মাঝে; পাইনি খুঁজে আর কোন তিলোত্তমা ।
অনাদি কাল হতে এসেছে বণিক পসরা হাতে বিমুগ্ধ করেছ তারে
দূর দেশ হতে ধর্মের বার্তা নিয়ে এসেছে ধর্ম প্রচারক; সেও মুগ্ধ তোমাতে
সুন্দরের প্রিয়াসীরে তুমি নিয়েছ টেনে বুকে; তোমার রুপ অনিঃশেষ
এমন রুপের মাধুরি পায়নি আর কোথায়ও প্রেমিক; তুমি আমার বাংলাদেশ ।