জন্ম ২১ শে জ্যৈষ্ঠ , ১৩৯৪, আজব শহর ঢাকাতে ৷ তাই কারণবশতই পড়াশোনা ঢাকার স্বনামধন্য মতিঝিল আইডিয়াল স্কুল আর নটরডেম কলেজ ৷ বিজ্ঞাণ বিভাগের প্রথম সারির ছাত্র হলেও নীতিটা পড়ার শখ স্কুল জীবণ থেকেই৷ রাজনীতিবিদ হয়ে যাবার চিন্তায় বাবা—মা ভর্তি করান বাংলাদেশের সবচাইতে নাম করা বেসরকারী বিশ্ববিদ্যালয় নর্থসাউথ ইউনিভার্সিটিতে ৷ স্নাতক শেষ করে স্নাতকোত্তর ডিগ্রীর জন্য যান স্বপ্নের দেশ আমেরিকায় ৷ স্নাতকোত্তর এর পাঠ চুকিয়ে দেশে ফেরেন মানুষ গড়বেন ভেবে ৷ পেশাটা তাই শিক্ষকতা !! বেশ কিছুদিন পড়িয়ে এখন আবার বিদেশ বিভূঁই…নতুন জ্ঞাণের খোঁজে ৷৷
কবিতা লেখার ব্যপারটা মা এবং মামা'র কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া ৷ ভীষণ পছন্দ করেন বাপ্পা মজুমদার ও Artcell এর গান শুনতে, হিমু পড়তে, ড. ইউনুসের লেকচার শুনতে, অমর্ত্য সেনের গবেষণা; আর বাঁশি বাজাতে ৷৷
সম্প্রতি লেখকের লেখা কবিতার বই "ইচ্ছে শ্লোক" প্রকাশ পাচ্ছে একুশের বই মেলায় আগামী ২০ ফেব্রুয়ারী,২০১৫ তারিখে ৷ বইটি প্রকাশ করছে নওরোজ কিতাবিস্তান ৷
কেন এই ইচ্ছের প্রকাশ ?
লেখকের ভাষায়, "ছোট্ট ছোট্ট কিছু ইচ্ছের প্রতিবিম্ব এই "ইচ্ছে শ্লোক" ৷ আর দশজনের মতো আমার ইচ্ছেগুলোর রং ও সাতটা রঙেই রাঙানো ৷ স্বকীয় বৈশিষ্ট্যেই তাই কখনো প্রকাশ পেয়েছে প্রেম হয়ে, কখনো হয়েছে প্রতিবাদী, কখনো করেছে ছেলেমানুষী৷ স্রষ্টার প্রতি ভীষণ ভালোবাসা থাকায় খুঁজতে চেষ্টা করেছে স্রষ্টার ভালবাসাকে ও ৷ সমাজের বিশিষ্ট জনদের প্রতি কৌতুহলটাও কাগজের ফ্রেমে বন্দী করেছে ৷ সবশেষে আগ্রহটা প্রকাশ পেয়েছে শিক্ষানবীশদের নিয়ে, যারা শ্রেণীকক্ষের বাইরে ও শিখতে পছন্দ করে ৷৷"