কাব্বিক ভাষায় প্রেমিক— কবি আপনি;
তালের সাথে ভাবের— ভালোই ঝড় তোলেন তাই;
মনের অসুখ? তবে ওষুধটা
দিন ঠিকমতো;
ঘুমের ওষুধে কাজ হবে না,
কবিতা থেরাপিতে—
বাড়তেও পারে;
তাই পোষমানানোর চেষ্টা করতে পারেন;
অনুভূতি দিয়ে ফাঁদের ফাঁস টা বানান,
দ্বিধার তালা টা খুলে —
ভালোবাসার plackard টা ঝোলান,
গেয়ে দিন জাতীয় সংগীতের দ্বিতীয় লাইন;
প্রাণে যদি বাজে বাসি,
অঘ্রাণে অবশ্যই পাবেন—
মধুর হাসি,
বলে গেছেন মুণী—ঋষি
কেটে যাবে অমাবস্যার নিশী;
মনের গেরোতে নাহয় বাঁধবেন তখন,
পূর্ণতার শশী...!!