একটা ছবি পাঠিও তো,
সোনালী কাঞ্চনজঙ্ঘা রোদটা—
যখন তোমাকে ছোঁয়;
আচ্ছা, তুমি কি বরফ ঘেরা—
হিমালয়টার মতো শুভ্র ?
মিরিকের জল গুলোর মতো শান্ত?
ময়ুরাক্ষীর ডানায় কি তোমার—
নীল স্বপ্ন ভর করে কখনো?
আমায় নিয়ে কি বসো একা,
মেঘলা ছাতায় ?
অনেক প্রশ্ন করে ফেল্লাম;
যাক গে, Mall থেকে একটু সামনে—
গেলেই চমৎকার একটা কফি শপ পাবে, ফেলুদা কে পেয়ে যেতে পারো
পেলে আমার কথা বলো,
তোমাকেতো শুধু আমার লেখার চোখেই দেখেছে,
সামনে দেখলে বুঝবে তুমি উপমাগুলোকেও হার মানাও;
কফি কিন্তু কাপটা সহই কিনবে,
পাশেই পোষ্ট অফিস,
কাপটায় শেষ চুমুক দিয়ে,
ওইভাবেই পাঠিয়ে দিয়ো?
বিকেলে লোকাল মার্কেট টা ঘুরে এসো, আমার রং টা কিন্তু তোমার
গায়ে ভীষণ মানায়;
সন্ধ্যেতে শুকতারা টা দেখতে পাবে কি না তা জানি না;
তবে আমাকে দেখতে পাবে,
সন্ধ্যের আকাশটা যে
আমায় ধারণ করে,
তোমার জন্য !!