গবেষণার কাজটা করতে করতে কখন -
চোখ লেগে গেছে জানি না ;
হঠাৎ করেই প্রিয় লেখক এর সাথে দেখা হয়ে গেল ;
স্যার , আপনি এই গরীব এর বাড়িতে
" তুমি দুই বছর আগে বলেছিলে "
ভীষণ কৃতজ্ঞ হলাম স্যার !! "
তো আজকাল কি শুধু এইসব গবেষণার প্যাঁচই মারছো ?”
হিমু তো আর হতে পারলাম না , তাই মিসির আলি যদি হতে পারি ;
তো আপনি ইদানিং থাকছেন কোথায় ?
নতুন লেখার জন্য --
বসে আছি আপনার ;
"LIMBO তে থাকার Permission নিয়েছি, Experience টা মারাত্মক !”
ব৷হ্ !! স্বর্গ অ৷র নরকের সীমা রেখায় !! Fabulous!!
"সেটাই ; ওখানে একদিকে- নক্ষত্র রাতের প্রশান্তি -
পাশেই কষ্টের অ৷র্ত চিৎকার ;
হিমু-টা মাঝে মাঝেই -
হলুদ macaw হয়ে আসে ;
আবার সীমা অতিক্রম করলেই দাড় কাক হয়ে যায়”
এ-তো দেখছি এক সাথে "হলুদ হিমু এবং কালো Rab !!
“কখনো কখনো এপাশ ওপাশ এত্তো নির্জন; একদম যেনো
কোথাউ কেউ নেই”
বাকের ভাই কেমন আছেন স্যার ? ওনাকে তো এখন শুধু অন্য -
মঞ্চে দেখি ;
"বাকের তো এখন অন্য মঞ্চের নায়ক ...এই মঞ্চের সাধ্য -
আছে আর ওকে ধরে রাখার ?”
Very True Sir ! !
" আজ তবে চলি রে , হিমু কে কথা দিয়েছি - ওর সাথে জ্যোৎস্না দেখবো; বিনিময়ে ও শোনাবে -
পাতার বাঁশি , আর দেবে নীল পদ্ম "