দেখতে গেলাম রিক্সা চেপে হাসপাতালে তোমায়।
ছয়তলা এক কেবিন তুমি আধশোয়াতে কোমায়।
ফিরতি পথে তোমার হঠাৎ হাত পা গেছে বোমায়।
ভীষণ সরি, পারবোনা আর বাসতে ভাল তোমায়।
তোমার জন্যে ফুল।
সুস্থ হলে আমায় ডেকে প্লিজ কোরোনা ভুল।
.
.
.
যাচ্ছো কোথায় চলে।
ঘুমাচ্ছিলাম বলে।
হঠাৎ গেল ঘুমটা ভেঙে তোমার কথায় জ্বলে।
হাত-পা জুড়ে কাপড় বাধা, কাপড় বাঁধায় বুক।
সবাই মিলে আজকে আমার অবস্থা দেখুক।
এসব তো সব ভং ধরেছি। কারণটা বেশ ভারী।
তোমার মতন মানুষ যেনো চিনতে কিছু পারি।
সত্তি আমার হয়নি কিছু, ফুলটা তুমিই রাখো।
মানুষ হবার ঔষধ তোমার হাত-পা-গলায় মাখো।