তোমার প্রথম ভালোবাসা হবার
ভাগ্য আমার ছিলোনা;
কিন্তু আমৃত্যু তোমার শেষ ভালোবাসা
হয়ে থাকতে চেয়েছিলাম!
বলতে পারো?
ঠিক কতটা উপেক্ষার আগুনে
নিজেকে পুড়িয়ে খাঁটি হতে হতো?
কতটা প্রনয়ের বিষে নীল হয়ে
নীলাভ করতে হতো সর্বাঙ্গ?
কতটা তৃষ্ণা বুকে জমিয়ে
অতলান্ত সাহারা বানিয়ে দিতে হতো?
কতগুলো রক্তিম বা নীল পদ্ম
ফোটাতে হতো তোমার হৃদয় সরোবরে?
কতসহস্র চাঁদনীরাতে জোছনার ফুলে
তোমার পায়ের নূপুর করে দিতে হতো?
প্রতি নিঃশ্বাসে ঠিক কতবার
তোমার নামটি জপতে হতো?
সমস্ত অধিকারের মুখে কুলুপ এঁটে
তোমায় ঠিক কতটা বিমুক্ত করে দিতে হতো?
ঠিক কতটা ভালোবাসলে সে ভালোবাসা
তোমার পায়ের বেঁড়ি বলে সংজ্ঞায়িত হতোনা?
কতটা যত্নে তোমায় সাজিয়ে রাখলে
জনমভর তোমায় হৃদয়ের ফুলদানীতে রাখা যেত?
ঠিক কতটা অপেক্ষা বুকে পুষে ভেতরটাকে
ইস্পাতসম কাঠিন্যে রুপ দিতে হতো?
প্রশ্নগুলোর উত্তর যদি জানা থাকতো,
কসম সাতজন্মের!
আমৃত্যু তোমার শেষ ভালোবাসা হয়ে থাকতে
নির্দ্বিধায় লিখে দিতাম পুরোটা জীবন!