হাঁদারামের 'মনখারাপে'র রোগ,  
রাত্রিদিন 'ভাল না লাগা' শোক।
সবাই এত স্মার্ট আজকাল,
হাঁদারামের অলস দিনকাল।
জানালায় বাঁশের পাতা কাঁপে-  
বোকার হাসি আই কিউ মাপে।
বেঁচে থাকা - যুদ্ধক্ষেত্র যেন -
সবাই পারে তুমি পারনা কেন?
আসলে ওরা  মানিয়ে নেয় দ্রুত,  
পারেনা, যারা হাঁদারামের মত।

এ পৃথিবী সবার জন্য, তবুও -  
হাঁদারামের ভাল লাগেনা আজকাল,  
বিবর্তনে বদলে যায় বেঁচে থাকার মানে,    
কেটে যায় সুর, 'সাদাসিধে' সব ছন্দ-তাল।