ঠিক যেন গাছের মতন তুমিও -
জুগিয়ে যাও
বেঁচে থাকার অদৃশ্য অক্সিজেন আর
শান্ত ছায়া অস্থির সূর্যের দিনে।
আর আমি? তোমারই ছায়ায় বসে
তোমাকে হত্যার ষড়যন্ত্র করি।
কেটে উপড়ে ফেলি তোমায় অসময়ে -
গাছ মরে যায়, তবুও -
শিকড় মাটিকে আঁকড়ে থাকে,
তার গভীরতম প্রান্তে-
সবুজ পাতা মাটি ফুঁড়ে
বেরোবে আবার, এই আশা বেঁচে চিরকাল ।