সবুজ তার মলিন পুরু ধূলায়
তবু সে ফুল ফোটায় বসন্তে, অপেক্ষায় -
বৃষ্টিতে ধুয়ে যাবে রক্তের দা্গ, ধুলো সব,
চেনা মানুষ কথা বলবে আবার চেনা ভাষায় !
তবুও আধবোজা চোখে বাঙালী
অর্ধসত্য দেখে বাকিটা কল্পনার।
রাস্তার পাশের ফুলগাছটা জানে খুনি কে!
কে জানে কবে ঘুম ভাঙবে বাংলার!
এভাবে চললে আর কিছুদিন-
হয়ত গাছেরাও ফুল ফোটাবেনা আর !