বাবার মুখে শোনা
নারায়ণগঞ্জ শীতলক্ষার ঢেউ
দু টাকার ইলিশ
চার পয়সার খই
খেঁদিয়ে দিয়েছে ওরা
খোঁজ রাখেনি কেউ
ফেলে এসেছি ভাললাগা
ভালবাসা আর মাতৃ্ভাষা
আমি বলতাম রাখ
তোমার গল্পকথা যত
বাংলাদেশে সবাই ছিলে জমিদারের মত
কি দিয়েছে তোমার বাংলাদেশ!
মনের মধ্যে গোপনে তবু
অদেখা বাংলাদেশ, আমারও বাংলাদেশ
লোকে যতই বলুক
বাঙালরা সব মিথ্যে জমিদার
না পাওয়া অনেক,অনেক অপমান
বাবার মুখে দেখি
সব হারাবার অনেক হাহাকার
কেউ না জানুক
এত দিনের পরেও তাই-
বুকের মদ্যিখানে এখনও বাংলাদেশ
আমারও দেশ ,আর আমার বাবা-মার।