সদর্পে মিছিল করে ওপাড়ে খুনিরা
ভাবলেশহীন 'চার-অক্ষর' সব যারা এপারে।  
জেগে ওঠার আগেই আবার ঘুমিয়ে পড়ে
আধবোজা চোখে অর্ত্যসত্য জানে, অর্ত্যসত্য বোঝে।  
অলস জীবনের বাকীটা দেখে অন্যদের চোখে-
অনায়াস যারা নদী পারাপারে, বুদ্ধিজীবী ওনারা।  
মাঝখানে ব্যতিক্রমী সততার ক্ষীণ ফল্গুধারা।
'বনের মোষ' তাড়াতে গিয়ে প্রাণ গেছে তাঁর!
মাত্র কয়েকজন দলহীন সুটিয়ার বরুণ বিশ্বাস।  
চালাকেরা 'ঘরের খেয়ে' ফেলেছি দীর্ঘশ্বাস,  
খুঁজে গেছি আজীবণ সততার নিরাপদ ব্যানার।