সেই ছনের ছোট্ট নৌকো
খুপড়ি আকারের ছনের ভিতর
আর বাইরের উত্থাল তরঙ্গের মত
ভিতরে দুটি প্রাণির ভালবাসার ঢেউ।
উপরে আছে এক চিলতে আকাশ আমাদের
আর সেই প্রিয় অদ্ভুত অচেনা অনুভুতি।
আজো সেই একই প্রেক্ষাপট
শুধু তুমি নেই সাথি হয়ে
ঢেউ এর মতো
ছলাৎছলাৎ বেদনাগুলি আছড়ে পড়ছে
অশ্রুগুলি হয়ে ঝড়ছে ঝড়না হয়ে
সেদিনের তোমার গাওয়া গান
প্রতিধ্বনি হচ্ছে বক্ষপিঞ্জরে
চাঁদেরহাট আর আলোকছটায়
মায়াবীনি নদী দেখে ভাবছি,,,
তুমি ও কি তাহলে এসেছিলে
আমার জীবনে হয়ে ক্ষনস্থায়ী!!