স্মৃতিস্তম্ভের সামনে দাঁড়িয়ে আজ আমি
এখানেই যে আমার ভালবাসার কবর
অনন্ত ভালবাসার সমাপ্তি
রচেছিলাম বিনা কাগজ কলমে।
আজ আমার ভালাবাসার মৃত্যুবার্ষিকী
ভালবাসার অকাল মৃত্যুর
হীরক জয়ন্তী আজ।
ভালবাসার মৃত্যুর পরে
হয়েছিলাম বিদ্রোহী আমি
যুদ্ধ করেছি অনেকদিন
মনের বিপরীতে মনের সাথে
হৃদয়ের বিপরীতে হৃদয়ের সাথে
কষ্টের বিপরীতে কষ্টের সাথে
শোকের বিপরীতে শোকের সাথে।
যুগ যুগ পরে থাকবোনা আমি আর
রয়ে যাবে লাশের এই ঘর।
এইতো সেদিনের কথা
ছোট্ট জীবন সেদিন ছিল বিশাল
মুহুর্তেই বিধ্বংসী ঝড়ে
পরিনত হয়েছিলো
ভালবাসার কায়াটাকে
কফিনে সাজিয়ে এনেছিলাম
রেখে গিয়েছিলাম এই
দরজা-জানালাহীন এই অন্ধকার কুঠিরে।
আজ সন্দিহান আমি
কে হবে রক্ষক
এই স্মৃতিস্তম্ভের বেদির!!
প্রশ্ন জাগে এই মনে
কেউ কি ভালবাসবে আমার মতন
শবের এই নিথর ভালবাসাকে!!