রৌদ্রের তীব্র তাপদাহে
তোমার শীতল আগমনে
দেহ-মনে সঞ্চার হয়
শীতল হিমবাহের ধারা।

তোমার অনুপস্থিতি,,
সে এক জ্বালাময়ী অনুভব।
মনে হয়,
তুমি যেনো নেশাখোর সেই যুবকের
প্যাথেডিনের সুই টি
যার ছোয়ায় আমি হবো শান্ত।

যখন তুমি সাথে থাকো
বাইরে নিশ্চুপ আমি
কিন্তু ভিতরে বয়ে যায়
কোমেনের ঘূর্ণী স্রোত।
যা করে উন্মাতাল আমাকে
যেন
আমি বন্য
আর মাতাল অনুভব।

সারাক্ষন ছড়িয়ে থাকো তুমি
আমা জুড়ে, আমার অস্তিত্তে।
আমার জীবনে জন্ম, মৃত্যু যেমন সত্য
তেমনি এক সত্য
তোমাকে ছাড়া বাচবোনা।