ভেবেছিলাম
তুমি চলে যাওয়াতে
স্থবির হয়ে যাবে পৃথিবিটা
সাথে রংগিন সবপ্নগুলো।
বিবর্ন এক বিভিষকাময়
ভোতা কিছু যন্ত্রনা
আর রোবোটিক কিছু অনুভুতি।

কেউ ছিলোনা ঐ সময় পাশে
শুধু ছিলো চাদ আর
আর একাকি নির্ঘুম রাত
মনে হচ্ছিলো কোথাও কেউ নেই
চোখের তারায় ছিলোনা এক ফোটা ঘুম।

আজ আমি ভুলে গেছি সব
কার জন্য এই একাকিত্ত?
কার জন্য এই রাত্রি দহন আর
ফুসফুসের বিদগ্ধ দহন?

তাই,
বিদ্রোহি আমি
যখন তখন আর কাদিনা।
সব কষ্ট আর রাত এখন আমার সংগি।
এরাই তো আমার ভালোবাসা
যারা ছাড়েনি দুঃখের সময় আমাকে।

আর নিঃসংগ আকাশের দিকে তাকিয়ে বলি
আর কত কাদাবে আমায়!