কাল বিকেল বেলায়
গিয়েছিলাম একটু বেড়াতে
মৃদু আর স্নিগ্ধ বাতাস
ভালোই কাটছিলো ক্ষন।
ইতোমধ্যে
একটি ছেলে এলো
বয়স কতই হবে আর!
৬ কিংবা ৭
২টা ট্যাকা দিবেন?
না না ৫ট্যাকা দেন।
আমি বললাম,
কিরে , কি করবিরে টাকা দিয়ে?
বলল, মাকে দিমু।
আমি তাকিয়ে রইলাম অপলক চোখে।
বলল, মোর কাছে ২, ৫ ,১০ ট্যাহা আছে আরো।
কত সরল এর মন!১
আমরাও কি পারিনা এমন
সহজ সরল হতে?
যেখানে থাকবেনা কোনো
কুটিলতা আর পাপ?
তখনি এ ধরা হবে পূন্যময়।