জোস্ন্যার ওই হালকা আলোয়
উদাসী মন শুধুই হারায়,
মনে লাগছে আলোর নাচোন
তবুও কষ্ট কাদায় হৃদয়।

ঐ দেখা যায় দুরের নদী,
ইচ্ছে করছে যাই হারিয়ে,
আকাশ মাটি যেথায় মিশে
প্রিয়ার আশায় রইছি বসে।

হায়!
প্রিয়া তো আর আজ আমার নয়,
জুটেছে তার নতুন সাথী
আমি তাই...
আজ চাদ, নদীকে
মেনে নিয়েছি আমার সাথী।